চুরি করে ভাইরাল হওয়া সিদ্দিক এখন এলাকার সম্মানিত মানুষ! তাকে আবার বিশেষ অতিথিও করা হয়। এক কথা চুরি করে সম্মান অর্জন করেছে সিদ্দিক। 


জয়পুরহাট এ একটা ফুটবল খেলায় চুরি করার সেই ভাইরাল সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

এত নিম্নমানের কাজ করেও সে বিশেষ অতিথি হিসেবে থাকে আর সম্মানী মানুষ পাই উপহার হিসেবে অসম্মান কোন দেশে আছি দেশের মানুষের আসলেই রুচি নষ্ট হয়ে গেছে কোন মানুষকে কিভাবে সম্মান করতে হবে।


সেটা ভুলে গেছে চুরি করেও যদি এত সম্মান পাওয়া যায় তাহলে তো কাল থেকে চুরি বিদ্যা টাই শিখবে, এত ডিগ্রি নিয়ে লাভ কি??এদেরকে প্রশ্রয় দেওয়ার কারণেই সম্মানী মানুষ অসম্মানিত হয় সম্মানিত মানুষদের সাথে বাজে ব্যবহার


করা সাহস পায়। এযাবৎ যত অযোগ্য লোক ভাইরাল হয়েছে কম-বেশি আমরা সবাই তাদের ব্যবহার দেখেছি। এরা হাজার অন্যায় করেও মিডিয়াই দাফিয়ে বেড়ায়।


কারণ তাই একজন জনপ্রিয় মানুষ হয়েছে তাকে কিছু বললেই বাংলাদেশের রুচিহীন মানুষদের চুলকানি ওঠে আবার তাদেরকে নিয়ে আলোচনায় করা হয় জনপ্রিয় মিডিয়াতে লজ্জা লজ্জা।


ছবি: ফেসবুক থেকে সংগ্রহ