গতকাল ৫ ডিসেম্বর ২০২৪ ,বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজারে ছুরিআঘাত করে রুবেল রানা Rubel Rana(১৯) নামে একজনকে হত্যার চেষ্টা করা হয়।
কিন্তু যাকে হত্যা চেষ্টা করা হয় তার পরিবার অসচ্ছল বলে ঘটনা বর্তমানে ঠান্ডা হয়ে গেছে। মূল ঘটনা সূত্রপাত হয় মূলত মহারাজা এর মহিলা মাদরাসার মাহফিলে। সেখানে কিছু নয়াবন্দর চৌরাস্তাসহ এলাকার বেশ কিছু বোখাটে ছেলে মহিলা পেন্ডেল এর আশে পাশে মেয়েদের নানা ভাবে বিরক্ত সহ নানারকম ভাবে উত্তেজিত এবং উদ্দেশ্য করে বাঁশি বাজাতে থাকলে সেখানে রুবেল(ভুক্তভোগী) বাঁধা প্রদান করে। এর সূত্র ধরে মূলত কালকে বৃহস্পতিবার রাতে মহরাজা বাজার কেন্দ্রীয় মসজিদ মাহফিলে রুবেলকে( ভুক্তভোগী) কে উপরিউক্ত এলাকার বখাটেরা একা নিয়ে আগে প্রথমে তাকে মারধর করে এবং তাকে ফেলে দিয়ে পেটের মধ্যে ছুরি প্রবেশ করে হত্যা চেষ্টা করে কিন্তু রুবেল (ভুক্তভোগী) পারিবারিক ভাবে অসচ্ছলতা থাকায় এবং তার পরিবার নিম্নবিত্ত হওয়ার কারনে বর্তমানে তারপাশে দারানোর মতো কাউকে দেখতে পাওয়া যায়নি এমনকি এলাকার যারা দায়িত্ব আছে বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও কোন পদক্ষেপ নিচ্ছে না।। সমাজ কথায় গিয়ে পৌছালে গ্রাম অঞ্চলে এরকম ঘটনা ঘটাতে পারে। এবং অনেক এর সামনে ঘটনাটা ঘটানো হয় কিন্তু সমাজ আজ নিরব। এলাকার সহ সকল লোক উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন।